head
একদিন বয়সের মুরগীর বাচ্চা উৎপাদন ও বিক্রয়কারী বিশ্বস্ত প্রতিষ্ঠান
নিজস্ব ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন
মানসম্মত ডিম উৎপাদন ও সংরক্ষণ
অর্গানিক পদ্ধতিতে গবাদিপশু পালন
অন্যান্য উৎপাদন

সু-খবর, সু-খবর! ** বাবা-মায়ের আশীবার্দ বহুমূখী ফার্মে ভেজাল ও কীটনাশকমুক্ত, অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত হাঁস, মুরগী, শাক-সবজি এবং ফলমুলসমুহ পাওয়া যাচ্ছে ** ডা. এ আর খান রচিত এসেন্স ডায়াবেটিস নির্দেশিকা বইটি এখন বাজারে ** মূল্য ২০০/- টাকা মাত্র, সংগ্রহে রাখুন **

আজ-

বাবা মায়ের আশির্বাদ বহুমূখী (বিএমএ) ফার্মে আপনাকে স্বাগতম

বর্তমানে খাদ্যের গুনগতমান একেবারেই শূন্যের কোটায়। প্রচলিত বাজারের খাদ্যের দিকে তাকালেই প্রতীয়মান হয় যেমন- মাছে ফরমালিন, সবজিতে রাসায়নিক সার ও কীটনাশক, ফলে গ্রোথ হরমোন ও এন্টিবায়োটিক স্প্রে করা যার কারণে কিডনী ফেলিউর, লিভার সিরোসিস, ফুসফুস ক্যানসার, ব্রঙ্ককাইটিস, এ্যাজমা, স্কিন এলার্জি জাতীয় মারাত্মক দূরারোগ্য ব্যাধিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায়। তাই বিশ্বের শিক্ষিত ও সচেতন মানুষ রোগ ব্যাধির কথা চিন্তা করে বিষমুক্ত খাদ্যের (অর্গানিক ফুড) প্রতি গুরুত্ব দিচ্ছে। এটা এখন সময়ের দাবী, প্রতিটি মানুষের উচিত বিষমুক্ত খাদ্য (অর্গানিক ফুড) খাওয়া। সকলের জন্য অর্গানিক ফুড এর ব্যবস্থা করতে পারলে খাদ্যে বিষক্রিয়া সংক্রান্ত রোগ বহুলাংশে প্রতিরোধ করা সম্ভব।

অর্গানিক ফুড হচ্ছে জৈব খাদ্য যা বিশুদ্ধতার রীতিতে রাসায়নিক সার, কীটনাশক ছাড়াই উৎপাদন করা হয়। যা ভোক্তার কাছে সংরক্ষণ পদার্থ (Preservatives) এবং কৃত্রিম খাদ্যের মূলশক্তি সংযুক্ত ছাড়াই বিক্রয় করা হয়। স্বাস্থ্য পরামর্শকরা বিশ্বাস করেন যে, জৈবিকভাবে উৎপাদিত খাদ্য বিকল্প স্বাস্থ্য সেবামূলক ব্যবস্থা যা নিরাপদ ও অধিক পুষ্টিগুন সম্পূর্ণ। তাই আমাদের প্রত্যেকের উচিত অর্গানিক ফুড খাওয়ার ব্যবস্থা নেওয়া। যে সকল খাদ্য উৎপাদনে কীটনাশক, এ্যান্টিবায়োটিক, রাসায়নিক সার ইত্যাদি ব্যবহার করা হয় এই সকল খাদ্য গ্রহনের ফলে মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে পড়ে। মানব শরীরে এর সূদুরপ্রসারী প্রভাব থাকে। খাদ্য বিষক্রিয়া করে এমন ব্যাকটেরিয়া- ই-কোলাই, সালমোনেলা, সিগালা, ভিব্রিও কলেরী, ব্যাসিলাস, ভাইরাস- নরোভাইরাস, রোটাভাইরাস এবং কিছু কিছু প্যারাসাইটের টক্সিন যাহা মানবশরীরে সুপ্ত অবস্থায় থাকে এবং পরবর্তিতে যাহা গুপ্ত ঘাতক হিসেবে কাজ করে। ফলে মানব শরীর ব্যধিগ্রস্থ হয়ে পড়ে। উক্ত জটিল অবস্থা থেকে মুক্তি পেতেই ২০১১ ইং সালের ৫ জানুয়ারী বরগুনা জেলার বেতাগী থানার নিভৃত পল্লীতে বাবা মায়ের আশীর্বাদ বহুমূখী (বিএমএ) ফার্মটি প্রতিষ্ঠা করেন। যাতে করে গ্রামীণ জনপদের অবহেলিত মা ও শিশু, বৃদ্ধ, স্বাস্থ্য-পুষ্টি সেবা বঞ্চিত জনসাধারণের জন্য ভেজাল বিহীন খাদ্য উৎপাদন ও পুষ্টি চাহিদা মেটানো যায়। তাছাড়া তরুণ যুবকদের আত্ম-কর্মসংস্থান, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি সহ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব হয়।

এই ফার্মে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, শাক-সবজি এবং ফলমুলসমুহ এন্টিবায়োটিক ও রাসায়নিক সার ছাড়াই উৎপাদন করা হয়। তাই এই ফার্ম-এ পাওয়া যায় ভেজালবিহীন, বিষমুক্ত অর্গানিক খাদ্য।

প্রতিষ্ঠাতা
Avatar
ডা. এ আর খান(প্রোপ্রাইটর)


এম এস ইন মাইক্রোবায়োলজি (পিএইউ),
এম পি এইচ (এনইউবি)
বি এইচ এম এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
কনসালটেন্ট এন্ড সনোলজিস্ট ঃ ডা. এ আর খান হসপিটাল
লেখক -
এসেন্স মেটেরিয়া মেডিকা,
এসেন্স কেইস টেকিং মেথড এবং প্যাথলজী,
এসেন্স ডায়াবেটিস নির্দেশিকা
স্বাস্থ্য বিষয়ক আলোচক - বাংলাদেশ বেতার সহ একাধিক টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক আলোচক।
সফল চিকিৎসক ও লেখক হিসেবে একাধিক-স্বর্ণ পদক ও গুনীজন সম্মাননা পদক প্রাপ্ত।
প্রোমো ভিডিও

অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্য

সহযোগী প্রতিষ্ঠান
সর্বস্বত সংরক্ষিত© | বাবা মায়ের আশির্বাদ বহুমূখী (বিএমএ) ফার্ম
ডিজাইনে SIAAM